হে রাসূল তোমায় দেখিনি কোনদিন।
এত ভালবাসি তবু থেকে যায় ঋণ।
দ্বীন তুমি সাজিয়েছো সুন্নাতময়,
সেই দ্বীন আমার যেন নসিব হয়।
না দেখে তোমায় এত ভালবেসে যাই,
তুমি ছাড়া দুনিয়াতে কোন পথ নাই।
একবার দিয়ো দেখা স্বপ্নে আমার,
মদিনায় ডেকে নিয়ো কাছে তোমার।
হে রাসূল ভালবাসি তোমাকে, ভালবাসি সুন্নাত।
তোমার দিদার নিয়ে, পেতে চাই জান্নাত।

আসমানী নূর এসে, আরবের বুক থেকে,
পুরো ধরনী হলো উজালা।
সে আলোর ছায়াতলে, ভিড়ে গেছি দলে দলে,
তুমি রাসূল সেই উসিলা।
একবার দিয়ো দেখা স্বপ্নে আমার,
মদিনায় ডেকে নিয়ো কাছে তোমার।
হে রাসুল ভালবাসি তোমাকে, ভালবাসি সুন্নাত।
তোমার দিদার নিয়ে, পেতে চাই জান্নাত।

শুনেছি তোমার কথা, শ্রেষ্ঠ মহানুভবতা,
কত সাজানো সেই আচরণ।
না জানি রাসূল তুমি, কত সুন্দর ছিলে,
না দেখে যেন হয় না মরণ।
একবার দিয়ো দেখা স্বপ্নে আমার,
মদিনায় ডেকে নিয়ো কাছে তোমার।
হে রাসূল ভালবাসি তোমাকে, ভালবাসি সুন্নাত।
তোমার দিদার নিয়ে, পেতে চাই জান্নাত।