আপনারে আমি অনেক ভালবাসি!
আবার আপনারেই আমি ঘৃণা করি।
ঐ যে অনিয়ম চোখে এলে রাগে ঘৃণা আসে,
কিন্তু রাগ শেষে ভালবাসা কমে না।
বলতে পারেন ভালবাসলে, অনিয়ম কেন মেনে নিতে পারি না?
আমি বলবো - অধিকার আছে তাই,
শুধরে দিতে চাই।
যদি শুধরে দিতে না আসি, আপনি অনেক বড় ভুল করে বসবেন।
বিশ্বাস করেন আপনার যতগুলো পা ফেলা জায়গায় আমি হাত পেতে সরিয়েছি,
প্রত্যেকটায় বিষাক্ত কাঁটা ছিল।
আমি কাঁটা হাতে গেঁথে, আপনাকে ধমক দিয়েছি মাত্র।
বেঁচে গেছেন আমাকে বলে পা দিয়েছেন বলে।
আবার যদি বলেন ঘৃণা করি কেন?
আমি বলবো - এত আগলে রাখার পরও, আমাকে না জানিয়ে আপনার ইচ্ছায় যদি কোন নোংরা ভুল করেন।
আপনার দিকে আরেকটা বার ফিরেও তাকাবো না, যদি আপনি আমার পায়ের সামনেও থাকেন।
ঐটাকে আপনি সত্যিকারের ঘৃণা বলতে পারেন।