বাংলাদেশ।
৯০ শতাংশ মুসলিম দেশ হিসেবে পৃথিবীর বুকে পরিচিত।
এটা মুসলিম হিসেবে যতটা গর্বের, জাতি হিসেবে ততটাই উদ্বেগের।
আমরা আজ চরম মতদ্বৈধতায় হিসেব মেলাচ্ছি।
আসলে আমরা যাচ্ছি কোথায়, আমাদের দেশ কোন পথে চলছে?
আপনি চাইলেই ক্ষমতার বাহিরে কথা বলতে পারবেন না, আপনি চাইলেই হকের কথা বলতে পারবেন না, আপনি চাইলেই ইসলামিক কথাও বলতে পারবেন না যদি সেটা কারো বিরুদ্ধে যায়।
অর্থ্যাৎ হয় তালে তাল মিলাবেন, না হয় চুপ থাকবেন।
এর বাহিরে মহাবিপদ।

তাহলে স্বাধীন দেশ, মুসলিম দেশ হিসেবে কিসের এত গর্ব?
হিসেবের খাতায় হিসেব করতে বসেন, দেখবেন মহাবিপদে পড়া ব্যক্তির সংখ্যা অগুনন।
অথচ রাষ্ট্রপক্ষ চুপ। আপনি কি আসলেই স্বাধীন? নাকি গনতান্ত্রিক?
দেখবেন কোন হিসেব আপনার মন মত হচ্ছে না।
আপনার আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে ভুল অংকের ফলাফল।
মানেন না মানেন সেটা ব্যক্তিগত।

এ দেশে এমন একসময় আসবে সঠিক পথ দেখানোর কেউ থাকবেনা।
কেউ বলবেনা কবু হকের কথা।
কোন বাবা মা তাদের সন্তানকে ইসলামি জ্ঞানে উদ্ভুদ্ধ করবে না।
কেনই বা করবে?  কোন মা বাবা ই সন্তানকে মহাবিপদের তালিকায় দেখতে চাইবে না।

এদেশে যদি কোন সাহসী বীর জন্ম নেয় সেও হয়ে যেতে পারে উগ্রবাদী সন্ত্রাস।

তারপরেও চলে আসবে কেউ ইসলামের পতাকা তুলে, উমরের মত হয়ে প্রতিবাদী।
অথবা সকলের কাংখিত কান্ডারী হয়ে ঈমাম আল মাহাদী।