পথের ধুলো পথে থাকে,
মনের মানুষ মনে।
"বনের পাখি বনে থাকে,
আসেনা স্বপনে।"
সে পাখি গান গাহে না,
তোলেনা সুর প্রাণে।
"বনের পাখি বনে থাকে,
আসেনা স্বপনে।"
পাখিটার অচিন টানে,
থাকি কেন পড়ে।
ছাড়িয়া আপন ভিটা,
বনে বনে উড়ে।
সে পাখি ঘর চিনেনা,
তোলেনা সুর প্রাণে।
"বনের পাখি বনে থাকে,
আসেনা স্বপনে।"
জানিনা সেই পাখিটার,
কি আছে যে মনে।
কাঁদাইয়া নয়ন জলে,
থাকে বনে বনে।
সে পাখি মন বোঝেনা,
তোলেনা সুর প্রাণে।
"বনের পাখি বনে থাকে,
আসেনা স্বপনে।"