দেশটা আমার স্বাধীন হইছে ৭১ সালে,
কয়জনে আজ বাঁইচা আছে স্বাধীন হালে।
বাপের কাছে পোলা ধরা, পোলার কাছে বাপ।
বউয়ের বাপে গরিব হইলে, জামাই দেয়না মাফ।
ঘরবাড়ি সব দালান হইছে, নেতার পোলা নেতা হইছে।
মুক্তিযোদ্ধা মইরা গেছে, তার পরিবার গরিব রইছে।
টাকাওয়ালা টাকা দিয়া কিনছে মহাপাপ।
জনগণে সব হারাইয়া দিছে অভিশাপ।
একজনে খুব উপর উঠলে, আরেকজনে টানে নিচে।
তিল পরিমাণ ভুল করিলে, তাল সে বানায় মিছে মিছে।
চোখের সামনে খুন হলেও, খুনী ঘুরে বুক ফুলিয়ে।
মতামতে অমিল হলেই, কর্তা তাকে দেয় ঝুলিয়ে।
তাল মিলিয়ে চলতে পারলে, গণতন্ত্র সবার হাতে।
দিনের বেলার পুলিশ হয়ে, ডাকাত হয় সে প্রতিরাতে।
বেকারত্বের কষাঘাতে বড়মিঞা বিদেশ ছুটে।
পরিবারটা দাঁড় করিয়ে, শেষ বয়সে দুঃখ জোটে।
দেশের মায়রে বেইচা দিয়া, চাচা মিয়া কোটিপতি।
চক্ষু দুইটা খোলা রাখলে, কইমা যাইবো দৃষ্টি শক্তি।
বাড়ির পাশে গরু বাঁধলে, মিষ্টি ঘাসও লাগে তিতা।
বৃদ্ধাশ্রমে মা-বাপ থুইয়া, ভন্ড পন্ডিত শুনায় গীতা।
পাপের টাকা বাপে কামায়, পোলার মুখে ফোটায় হাসি।
সারাবছর মানুষ কোপায়, কোরবানিতে কোপায় খাসি।
উন্নয়নের নাম বদলাইছে, বদলায় নাই এই জাতি।
এই দেশেতে জন্মায় গাধা, নেতা দেখায় হাতি।