বন্ধু তুমি দুধের মাছি,সুখের সময় আসো।
দুঃখ আসলে আমায় ছাইড়া অন্য সুখে ভাসো।
এখন বুঝি মন্দ বেলা যাচ্ছ হৃদয় ছিঁড়ে।
বিদায় বন্ধু সুখের কালে আইসো আবার ফিরে।
ফুলের মধু নিয়া ভ্রমর রাখে না আর খোঁজ।
বাতাস ঠিকই ফুলের কানে খবর পাঠায় রোজ।
তুমি বন্ধু সুখ বিলাসী থাকো সুখের ভিড়ে।
বিদায় বন্ধু সুখের কালে আইসো আবার ফিরে।
জোছনার লাইগা পূর্ণিমা চাঁদ বাসে সবাই ভালো,
অমাবস্যার আধার রাইতে সে চাঁদ কে কয় কালো।
প্রয়োজনে প্রিয়জন হও, মন্দ কালে দূরে।
বিদায় বন্ধু সুখের কালে আইসো আবার ফিরে।