বাবার বয়স হইছে!
এখন আর কাঁধে নিতে পারেন না,
কিন্তু কাঁধে হাত রেখে সাহস দেন।
রক্তবর্ণ চোখ জোড়া এখন আর ভয় দেখাতে পারে না,
কিন্তু বড্ড মায়ায় ফেলে।
ইদানিং খুব বাবার মত হতে মন চায়,
সংসারটা আগলে রাখতে চাই।
রাখিও, কিন্তু মাঝেমধ্যে হচট্ খাই।
বাবার থেকেই সাহস পাই।
কিন্তু বাবার বয়স হইছে!
খুব ভয় লাগে।
জীবনের অনেকটা সময় বাবাকে কাছে পাই নি,
আবার বিবেকের দরজা খুলেই বাবাকে পেয়েছি।
তাই এখন আর পাইনি মনে হয় না,
কিন্তু পাবো না ভাবলে খুব ভয় লাগে।