শেষ মৃত্যুর আগেই বারংবার মরে যাই।
ভাবতে পারো?
মরার আগেই মরে যাই তবুও শ্বাস চলে !
মরা মানুষ কথা বলে; পথ চলে !
কতবার মরেছি হিসেব নেই তবুও বেঁচে আছি।
জীবনের হাজিরা খাতায় নিয়মিত হাজিরা দিচ্ছি !
তুমিও মরে যাবে!
হয়তো,
তোমার হাতে।
অথবা,
ডিপেনডেন্ট শব্দটার হাতে।
নির্ভরশীলতা খুব খারাপ জিনিস,
মৃত্যুর আগেই গলাটিপে মেরে ফেলবে তোমায়।
চিৎকার করে বলতেও পারবে না,''মরে গেছি !''
শুধু মরে যাবে শেষ মৃত্যুর আগে।
কবিতাঃ শুধু মরে যাবে শেষ মৃত্যুর আগে
হাসান রাফি
রাত ৮:২৭