সারারাত ধরে ঘুমানো গেলো না; ভোর ভোর নেমে এলো বৃষ্টি; মেঘময় আকাশ।
আমি বুকে কিছুটা মৃদু কষ্ট নিয়ে বেঁচে আছি পৃথিবীতে; হাড়ের ভেতরে হাড়ে জং ধরে গেছে কিছু তবুও হাটা যায়, বেঁচে থাকা যায়।
সারারাত পার করেছি অযথা অযাচিত দুর্বোধ্য সিলিংটাকে দেখে; কংক্রিটের জড় পাথর।
জীবন আর বুক ভেদে কিছুটা মৃদু কষ্টেরা কোথাও তীব্র,দীর্ঘ অথবা অসংজ্ঞায়িত কোনো এক ভালো নেই রোগ হয়ে বসে আছে বুক থেকে বুকে।
সারারাত ধরে ঘুমানো গেলো না; একবুক কষ্ট ভেসে আসলো,চলে গেলো; বাইরে বৃষ্টি ; সেই একই মেঘময় আকাশ।


মেঘময় আকাশ
- হাসান রাফি