বলবো কাকে দুঃখের কথা
কে বুঝবে এই মনের ব্যথা,
দিনতো কাটে যেমন তেমন
রজনী তে ব্যথা হয় যে দ্বিগুণ।
যার জন্য হলাম দেশান্তরি
তার দৃষ্টিতেই দোষী আমি,
যার কথায় নিতে পারি ফাঁসি
তার আঘাতে ব্যথিত আমি।
ভুলের সাগরে বায় সে তরী
কেমন করে তার ভুল ভাঙ্গী,
সে যে আমার প্রিয়তমা
তার চোখে আমি বিষ পাতা।
ভালোবাসার কি এই প্রতিদান
যত্রতত্র করবে শুধুই অপমান,
হীরার চেয়েও দার মুখের বুলি
চাহনিতে তার শুধু জ্বলে অগ্নি।
দেহ মন দিয়েছি জলাঞ্জলি
প্রাণটা মাত্র রেখেছি বাকি,
হয়তোবা সেটা দিব যেদিন
বুঝবে সে আমায় সেদিন।
হারিয়ে দুই কুল ভাঙবে ভুল
অগ্নি নয় অশ্রুজলে হবে ব্যাকুল,
দেখব সেদিন আমি অদৃশ্য হয়ে
দিন রজনী কাটে তার কত সুখে।