তুমি হাসলে যেন হাসে
আকাশের ঐ সূর্য,
আমার হৃদয়ে বয়ে যায়
তোমার হাসির সেই আনন্দ।
তুমি কাঁদলে ধরণীতে
ঝরে অভিরাম বৃষ্টি,
আমার হৃদয়ের শুরু
হয় বিষাদের সৃষ্টি।
তোমার রাগ অভিমান হলে
গোমরা মুখে সূর্য থাকে বসে,
কালো মেঘে চারদিক থেকে
ঘিরে রাখে আমার আকাশটাকে।
তোমার চাঁদমুখ খানা
যদি না দেখি নয়নে,
সন্ধ্যার আঁধার ঘিরে রাখে আমাকে
প্রভাতের সূর্য যেন উঠে না গগনে।
এ কোন মায়ায় জড়ালে আমায়
দিবানিশি থাকি তোমার অপেক্ষায়।