অন্তরে বইছে দুঃখের নদী
বিষাক্ত জল ঢেউ খেলে নির্বোধি,
নয়নে ছুটছে প্রবল ঝর্ণা ধারা
ফলশ্রুতিতে কাদামাটি বুকভরা।
হাটতে হাটতে ক্লান্ত শরীর
ক্ষণিকের জন্যও নই স্থির,
উঁচু নিচু পথে কাটার আঘাতে
ক্ষতবিক্ষত হয়েছে পদযুগল।
হৃৎপিণ্ডের রক্ত ক্ষরণ এমন
আষাঢ়ের বৃষ্টি বর্ষে যেমন,
প্রতিটি নিশ্বাস মুমূর্ষু রোগীর
এক একটি হতাশা গ্রস্থ দীর্ঘশ্বাস।
কলি থেকে ফোটে সতেজ ফুল
তার পর ঝড়ে যাওয়ার রীতি,
অনিশ্চয়তার এই জীবনে কি
পাবোনা একটু খানি প্রশান্তি।
ছিন্ন হয়েছে যেন মায়ার বাঁধন
চেনা মানুষ গুলো অচেনা এমন,
বিষাক্ত যন্ত্রণায় রূদয় জর্জরিত
বেঁচে রয়েছি এখন অনিচ্ছাকৃত।