আকাশের মেঘে ভাসে তার ছবি
ঘুম জাগরণে তাঁকে শুধু দেখি,
বাতাসে শুনি মুক্ত ঝড়া
মিষ্টি সেই হাসি।
ডানে ও বামে যেদিকে তাকাই
অনুভবে তাকে কাছে পাই,
আলো কিংবা অন্ধকারে
বিচরণ নয়ন জুড়ে।
আমার হৃদয় এর পুরোটা জমি
দখল করে নিয়েছে তিনি,
সকল জল্পনা-কল্পনায়
তাকেই দেখা যায়।
আজও বহু ফুলের পাই নিমন্ত্রণ
পূর্ণবয়স্ক তারা পরিপক্ক এখন,
ভ্রমর হয়ে যেন আমি
মধু করি ভক্ষণ।
তার নেশায় আমি আসক্ত সর্বক্ষণ
একটি ফুল মুগ্ধ করেছে এই মন,
আমি শুধু তারই আপনজন
বন্ধ করো নিমন্ত্রণ।