বাবু বসে দুলে চেয়ারে
ভাবে নিজ কথা মনে,
অর্থ করি ঐশ্বর্য সম্মান
সুন্দরী রমনী গোলাভরা ধান।
হীরে জহরত স্বর্ণ অলংকার
পরিপূর্ণ আমার ধনভাণ্ডার,
এই তল্লাটে আমি ছাড়া
প্রকৃত ধনী কে আছে আর?

হঠাৎ ভিনদেশী ফকিরের
আগমন ঘটলো উঠোনে,
বাবু চাই একবেলা আহার
ক্ষুধার জ্বালায় যায় প্রাণ।

বাবু বলে ফকির কে ক্রোধে
ব্যাটা ভাগ মার খাবার আগে,
অন্ন কি আসে বাতাসে ভেসে
চাওয়া মাত্রই দিব মুখে ঠেসে।

যাচ্ছি আমি চলে ভাবেন সজ্ঞানে
ধনী বলে কাকে?
কিসের ধনী ধন-সম্পদ আপনার
ক্ষুধার্তের জন্য নেই ঘরে আহার।

প্রকৃত ধনী তো বলে তাকে
যে নিজে থেকে অনাহারে,
খাবার তুলে দেয় অন্যের মুখে
সম্পদে নয় মনে ধনী হতে হয়।