মন পাখিটা শোনে না বারন
খুঁজে বেড়ায় কারণে অকারণ,
জল্পনা-কল্পনা হৃদয় মাঝে
অনুভবের আছো তুমি মিশে।
এ কোন মায়ায় পড়েছি আমি
পুষ্প কুঞ্জের ন্যায় ধরণী
তুমি বিনা লাগে মরুভূমি,
মন করে শুধু পাগলামি।
যতটা সময় থাকি কল্পনাতে
তোমায় নিয়ে ডুবে,
মনে হয় যেনো পৃথিবীতে নয়
আছি কোন এক স্বর্গলোকে।
অনুভবে ঘুরে বেড়াই তোমায় নিয়ে
লোকালয় থেকে নির্জন গ্রামে,
আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে হেঁটে
চলি দু'জন একসাথে হাতে হাত রেখে।
কখন হবে এই জল্পনা-কল্পনার
অনুভবে অনুভূতির অবসান,
মন পাখিটা খুঁজে পাবে তার
ভালবাসাময় কাঙ্ক্ষিত বাসস্থান।