জীবনের মাঝপথে কেনো
হলো তোমার আমার দেখা,
আগেই তো ছিলাম বেশ
তোমায় না দেখে একা একা।
শ্যামলা বরণ গায়ের রং
কাজল কালো আঁখি,
কি করে বুঝাবো তোমায়
কতটা ভালোবাসি আমি।
কমলার ন্যায় ঠোঁটের কোণে
যখন দেখি তোমার মিষ্টি হাসি,
ঐ হাসির মাঝে গলায় আমার
পড়ে ভালোবাসার ফাঁসি।
দীঘল কালো কেশ তোমার
যখন দোলে হাওয়াতে,
আঁখি মাঝে দেখি আমি
গগনের মেঘ জমেছে ধরাতে।
সকাল বিকাল রাতের বেলা
অনেক কথাই হয় নিরালা,
তবুও কেন বলে মন
বলবো কথা আর কিছুক্ষণ।
কাছে পেতে চায় মন
সকাল-বিকাল সারাক্ষণ,
ভালবাসার এই বাঁধন
রাখবো ধরে আজীবন।