অনেকটা সময় হল পার
হয়না দেখা তোমার আমার,
অনেক কথা মনের মাঝে জমা
বলতে চেয়েও আজও হয়নি বলা।
না বলা কথা গুলো বলব বলে
আজও হাটি পুরনো সেই পথে,
বিশ্বাস রেখেছি হৃদয়
দেখা হবে কোন একদিন ভোরে।
সূর্য ওঠার সাথে শিশিরে পা ভিজিয়ে
আসবে হেঁটে আঁকাবাঁকা এই মেঠো পথে,
কিংবা কোন এক দুপুরে প্রচন্ড রোদ্দুরে
এক হাতে ছাতা অন্য হাতে শাড়ি ধরে,
নয়তো বা কোন এক পড়ন্ত বিকেলে
গোধূলি লগ্নে নীল শাড়ি গায়ে জড়িয়ে,
মৃদু বাতাসে চুলগুলি হালকা উড়িয়া
পুরনো এই পথে আসবে একদিন ফিরে।
জমে থাকা সেই কথাগুলো বলে
মুক্তি নেবো আমি নিজের থেকে নিজে,
যদিও হবে অনেক দেরি
তবুও বলতে পারাটাই ভালবাসার প্রাপ্তি।