কারো কথার ধার ধারিনা
যা ইচ্ছে তাই বলুক সবে,
আইন কানুনের ভয় করিনা
যে শাস্তি হোক নেবো মেনে।
সইবো শত দুঃখ কষ্ট
সইবো সকল যন্ত্রণা,
তোমায় ছাড়া অন্য কেউ
অসম্ভব ভাবতে পারি না।
চাল চুলোর নেই প্রয়োজন
চাই না শীতে কাঁথা,
তোমার সাথে নিশি কাটাবো
গুনে আকাশের তারা।
ছিন্ন করে সকল বাঁধন
ভুলে যাবো আত্মীয়-স্বজন,
তোমার কোলে মাথা রেখে
প্রস্থান করব ভুবন থেকে।
মিষ্টি মিষ্টি কথা বলে
মনটা নিলে কেরে,
হৃদয়ের যত ভালোবাসা
দিলাম উজাড় করে।
হঠাৎ করে পাল্টে গেলে
উল্টে গেল তোমার বাণী,
ভালোবাসার অপরাধে আমি
আমৃত্যু হলাম বিরহের কয়েদি।