হিন্দু মুসলিম বদ্ধ খ্রীষ্টান
সকলেই গোলাম এক স্রষ্টার,
মাটি দিয়ে তৈরি আদম
আমার তার সন্তান অধম।
ধর্মের দোহাই দিয়ে সবাই
নিজেদের ক্ষতি করি নিজেরাই,
নবজাতকের গাঁয়ে কি থাকে লেখা
হিন্দু মুসলিম কিংবা খ্রীষ্টান ওঁরা।
সৃষ্টির মূলে কেবল দয়ার সাগর
একজনী স্রষ্টা যিনি অদৃশ্য তিনি,
হিন্দু,মুসলিম,বদ্ধ যে ধর্মই মানো
মানুষ হলে স্রষ্টার কাছে শ্রেষ্ঠ।
ছেড়ে দিয়ে মারামারি রেষারেষি
হানাহানি ধর্মের দোহাই,
অন্তরে গেঁথে রাখো
মানুষের বাচ্চা মোরা মানুষ সবাই।