এই প্রেমময় পূর্ণিমা নিশিতে
বেদনাসিক্ত অশ্রু
শুধু ঝরে নয়নে,
কথা ছিলো তার সাথে
এই নিশিতে মগ্ন থাকবো
ভালোবাসার ধ্যানে দুজনে।
চন্দ্র মেঘ দুজনে করে
ভালবাসার খেলা,
দেখি আমি নিরব নিশীতে
নিস্তেজ হয়ে একা।
নয়নের লবণাক্ত জল
ফোটা ফোটা পড়ে
ক্ষতবিক্ষত ব্যথা ভরা বুকে।
প্রতিটি প্রহরে নিশি মুখরিত
পশু পাখির কলরবে,
বাতাসের আলিঙ্গনে মগ্ন
ফুল ফল তরুলতা সকলে।
স্রোতের বিপরীতে ভাসে মন
পূর্ণিমার সৌন্দর্য নেই নয়নে
বেদনার রক্তক্ষরণ হয় হৃদয়ে।