ছুটছে মানুষ টাকার পিছনে
লাজ লজ্জা বিসর্জন দিয়ে
দেখছে না ভাই ন্যায় অন্যায়
টাকার নেশায় অন্ধ সবাই।
দিন কাটে কারো অনাহারে
কেউ খাবার ডাস্টবিনে ফেলে,
সুখের সংসার করে ধংস
টাকার কারনে হয় বংশ নির্বংশ।
দাসীর পেটে জন্ম মনিবের সন্তান
টাকায় ইজ্জত টাকায় সম্মান,
টাকা কাছে হয় বিক্রি দেহ
কোথাও নেই কোন সন্দেহ।
অন্ধ লোকে পায় দৃষ্টি শক্তি
পয়সায় থাকলে সবার শুভ দৃষ্টি
চোরের পায়ে নতো মাথা
টাকায় কেরে নিয়েছে সত্য ক্ষমতা।