কতো রাগ কতো অভিমান তোমার
আমাকে ঘিরে,
বলবো না অহেতুক যথেষ্ট কারণ আছে বটে।
সমস্ত কারণ উপেক্ষা করে
সাগরের ন্যায় বিনয়ই হয়ে,
মধ্য রজনীর পূর্ণিমার চাঁদ হয়ে
বলি প্রিয়তমা ভালোবাসো মোরে।
সূর্যের ও অভিমান হয়
কি পেয়েছে সে পৃথিবীকে আলো দিয়ে,
তবুও কি সে দেয় না আলো!
প্রতিনিয়ত আলোকিত করে ভূবন কে।
পাহাড়ের ও রাগ হয়
অযথা কেন কষ্ট করে,
পৃথিবীকে ধরে রেখেছে দাড়িয়ে
তবুও কি সে ধংস করেছে ধসে পড়ে?
করেনি করবে না কখনও
কারণ সূর্য-পাহাড় স্রষ্টার আনুগত্য,
এসো সমস্ত রাগ অভিমান ভূলে
ভালোবাসার সমুদ্রে ডুবে থাকি দুজনে।