আজও যাকে দেখিনি নয়নে
দেখেছি শুধুই স্বপ্নে,
গেঁথেছি ভালোবাসার মালা
পড়াবো বলে খুব যত্নে।
নাম ঠিকানা অজানা
তবুও যেন চিরো চেনা,
রোজ নিশি তে আসে গোপনে
হৃদয় মাঝে দেয় অনুভূতির ছোঁয়া ।
যখন কাটে নিদ্রা
তখন অদৃশ্য মোর প্রিয়া,
সারা দিবা খুঁজে ফিরি একা
তবু নাহি পাই তার দেখা।
রোদ বৃষ্টির ন্যায় লুকোচুরি খেলা
দিবায় অচেনা অদৃশ্য প্রিয়া,
রজনী তে চিরো চেনা
ফুটন্ত গোলাপ কলি নিদ্রাবেলা।
ধৈর্যের বাঁধ ভেঙ্গে চুরমার
দেরি আর সহেনা,
নিদ্রা জাগরনে চাই সারা বেলা
এসো মোর ঘরে
ভালোবাসা দিবো নির্জনে।