আত্মা যেনো একটি সত্তা
দুটি মন হাসি কান্নার একটি কারণ,
দুটি দেহ একটি ছাড়া অপরটি
কখনো হয়না ঠিক পরিপূর্ণ।
সমুদ্র মাঝে ভাসমান দ্বীপ উপর পৃথক
নিচে পানি ঢেউয়ে ঢেউয়ে দুজনের বাণী,
অদৃশ্য এই বন্ধনে দুজন দুজনার
অনুভবে কাছাকাছি বহে সমান্তরাল।
দুটি হৃদয়ের সুখ শান্তি অনুভূতি
একজনের দৃষ্টি অপর জনের তৃপ্তি,
একই স্পর্শে দুটি দেহ পায় শান্তি
যদিও দূরে তবুও থাকে নয়নে।
অভিমানে অশ্রু জলে ভাসে নয়ন
আঁখিতে আঁখি পড়লে হয় মধু খন,
বিধাতার দেয়া এই অদৃশ্য বন্ধন
বিনা সুতোয় গাঁথা মালার মতন।