বর্তমান জামানা চক্ষু আছে
দৃষ্টিশক্তি মারা গেছে,
যার যা খুশি করে বেড়াবে
দেখেও কেঁউ দেখে না যে।
অন্যায়কারির হয়না বিচার
পায় না কোনো সাজা,
বিচারকের আসনে বসেন
খেয়ে মেয়াদ উত্তীর্ণ গাঁজা।
বড় করেনা স্নেহ
ছোট দেয় না সম্মান,
যে বলে হক কথা
ঘাড়ে থাকে না তার মাথা।
রাতের সূর্য দিনে চাঁদ
নিচ্ছে সবাই দেহের স্বাদ,
সম্পর্কের নেই মাথা ব্যথা
আনন্দ পাওয়া আসল কথা।
নামের মানুষ আমরা সবাই
পশুর সাথে পার্থক্য এটাই,
খাদ্য বস্ত্র বাসস্থান বৈশিষ্ট্য
ব্যবহার করি পশুর মতো।