কাল না হয় পরশু
রেখে যাবো সবকিছু
কষ্টে অর্জিত অর্থ সম্পদ
মূল্যহীন হবে তখন সব।
বিজ্ঞ ডাক্তার কবিরাজগণে
বৃথা চেষ্টা করবে সকলে,
কারো চেষ্টাই হবে না সফল
করেছি যে পরলোক গমন।
স্ত্রী পুত্র সন্তানাদি প্রতিবেশী
ঝড়াবে সেদিন চোখের পানি,
ভালোবাসা মায়া মহাব্বত
ছিন্ন হবে সকল বাঁধন।
নিম পাতার গরম জলে
গোসল করাবে কয়েকজনে,
সাদা কাপড়ের সাজিয়ে মোরে
পালকিতে সোয়াবে আদর করে।
মাটির ঘরে রেখে আমায়
একে একে নিবে সবাই বিদায়,
দেহখানি হবে মাটি
অস্তিত্বহীন হবো আমি।