বন্ধু তোমায় মনে পড়ে
সকাল বিকাল সাজে,
তোমায় ছাড়া একটি দিন
যেন একটি বছর হয়ে কাটে।
তোমার আমার সৃতিগুলো
জমা আছে বেশ,
লিখতে গেলে ফুড়িয়ে যাবে
খাতা কলম তবুও হবেনা শেষ।
পুরোনো সেই গাছটিতে আবার
নতুন করে ফুটেছে অনেক ফুল,
তোমাকে ছাড়া কাটছে জীবন
একাকীত্ব আর বিষন্নতা ভরপুর।
একটি ডালে ছিলাম যেন
আমরা দুটি ফুল ,
মিলেমিশে শুধরে নিতাম
জীবনের সকল ত্রুটি ভুল।
শীত বর্ষা শরৎ কাটিয়ে
জীবন রেখেছে পা বসন্ত মাঝে,
ফুলে ফুলে ভরেছে হৃদয়
তুমি বিনা লাগে সব নিরানন্দময়।
অপেক্ষায় আছি সেই দিনটা
আবার ফিরে আসবে কবে,
তুমি আমি দুজন মিলে বসবো গিয়ে
পুরোনো সেই ধলেশ্বরী নদীর তীরে।