পূর্ণিমা চাঁদ কালো মেঘে ঢাকা
চারিদিকে বয়েছে গভীর তমসা,
জ্ঞানের প্রদীপ আজ নিভিয়ে জ্ঞানী
গভীর নিদ্রায় পার করছে রজনী।
বিবেক বানেরা বন্দক রেখে বিবেক
পয়সার খোঁজে হয়েছে তারা উদ্বেগ,
পূর্বে ছিলো না যাদের লাজ লজ্জা
এই নিশিতে তাঁরা আনন্দে আত্মহারা।
সতী রা লজ্জায় মুখ লুকিয়ে ঘর বন্দী
অসতীরা দাবী করছে তারা কুমারী,
জ্যোৎস্নায় যারা ছিলোনা জোনাকি
অন্ধকার পেয়ে তাঁরা হয়েছ মোমবাতি।
আতংকিত মনে জনতা নিশি জাগরণে
আহাজারি করছে স্রষ্টার দরবারে,
হঠাও কালো দুর্নীতি দেখাও জ্যোতি
মুক্ত করো চাঁদ জ্যোৎস্না দাও সারা রাত।