অঝোরে ঝরছে রিমঝিম বৃষ্টি
টিনের চালে নিত্য করছে রমণী,
কদমফুল নববধূ সেজে লজ্জায়
মুখ লুকিয়েছে ভেজা সবুজ পাতায়।
মৃদু বাতাসে ঢেউ খেলে জলরাশি
পুটি মাছ গায়ে জড়িয়েছে লাল শাড়ি,
বন্দি জীবনের আজ হয়েছে অবসান
আপন মনে ছুটেছে পুকুরে ছিল যার বাস।
সোনার ফসল কৃষকের জলে গেছে ভেসে
আউশ আমন সাঁতার কেটে চলেছে নীরবে,
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশ পানে
একে অন্যের পাট কাটে পানিতে ডুব দিয়ে।
শাপলা শালুক বাতাসে দোলে বিলে বিলে
কিশোর-কিশোরী গেঁথে মালা গলে পড়ে,
কেউবা ডিঙ্গি নৌকা কেউবা কলার ভেলায়
ছুটেছে জীবিকার তাগিদে হাটে বা মেলায়।
ময়ূরপঙ্খী নাও সাজিয়ে নাইওরি
মাথায় ঘোমটা দিয়ে যায় বাপের বাড়ি,
ফুটেছে কলাবতী কলমী আরো ঝিঙেফুল
কেয়া ফুলের সুভাষে মন হয়ে উঠে ব্যাকুল।