তুমি বিনা পৃথিবী তিমির রজনী
গহীন অরণ্যে হৃদয় আমার,
বহুবার করেছি ভুলতে চেষ্টা
পারিনি শুধু হয়েছি পথ ভ্রষ্টা।
বিষাদের সিন্দুক লুকিয়ে মনে
সুখের পোষাক জড়িয়ে গাঁয়ে,
ঘুরে বেড়াচ্ছি আমি নিজের
কাছে নিজে ফেরারি আসামি হয়ে।
রঙিন স্বপ্নে রাঙানো ছিলো মোর আঁখি
তুমি বিনা এখন হয়েছে ধূসর পাথর,
সতেজ পুষ্প কানন দেখি পতিত ভূমি
পুষ্পকে দেখি আজ ঘোলাটে পানি।
দেহের সাথে মনের অভিনয়
জানিনা কতদিন করে যাবে হৃদয়,
অতিবৃষ্টির ফলে অনাবৃষ্টিতে পরিণত
আজ আমার নয়ন দেখে না রঙিন সপ্ন।
গহীন অরণ্যের মাঝে তিমির রজনী
পারছিনা করতে অতিবাহিত একাকি,
নিয়তি শেষ করো এই নিষ্ঠুর খেলা
ডুবিয়ে দাও আমার বিষাদ ময়
এই অসহ্য ক্লান্তি কর জীবনের ভেলা।