রক্ত পিপাসু নরখাদক
রাক্ষসী খাচ্ছে চুষে সব,
গরু-ছাগল পশুর চেয়েও
মানুষের রক্ত বেশী প্রিয়।
নদী-নালা হাওড়-বাওড়
রাস্তা-ঘাট কলকারখানা,
মধু বিহীন ফুলে অবস্থা
শূন্য সবই দেখার শোভা।
মাছ-মাংস কাঁচাবাজার
চাল-ডাল ও দুধ সাবান,
এসব সামগ্রী শুধু তার
সকাল-সন্ধ্যার আহার।
বন-জঙ্গল পাহাড়-পর্বত
বিলীন হওয়ার উপক্রম,
সমুদ্র সৈকত ঝর্ণাধারা
মরুভূমিতে পরিণত এরা।
সুখ শান্তি হারাম রাতে ঘুম
প্রতিনিয়ত করছে মানুষ খুন,
অত্যাচারে অতিষ্ঠ মন প্রাণ
এই অধ্যায়ের চাই অবসান।