আমি বলিনি, তবু জানে আকাশ,
তোমার নামেই জেগে ওঠে ভোর,
নাটোরের বাতাসে আজও ভাসে,
আমার হৃদয়ের নিঃশব্দ শোর।
তুমি কি জানো, প্রতিটি গলি,
আমার কথায় রঙিন তোমার নামে?
চায়ের কাপে, আড্ডার মাঝে,
শুধুই তুমি, অদৃশ্য স্বপ্নের ঘ্রাণে।
তুমি না হয় এসো একটিবার,
শুনে যাও মানুষের কণ্ঠে,
কীভাবে ভালোবাসি তোমাকে,
না পাওয়ার যন্ত্রণা বুকে রেখে!