তুই নেই, তবু আছিস, মনের আয়নায় রোজ ভাসিস। বাতাসে তোর গন্ধ পাই, স্বপ্নের ভেতর তোর হাত ছুঁই। সকালের রোদে, সন্ধ্যার ছায়ায়, তোরই ছোঁয়া আঁকি ভালোবাসায়। বাস্তবে আসিস বা না আসিস, কল্পনায় তুই চিরদিন থাকিস।