দেয়ালের ওপাশে আঁকা নীরব অলস ছবি তুমি !

মিথ্যে গল্পে হেসে ওঠা; কোন এক শব্দ তুমি ।

নিদ্রা চোখে আড়ালে কোন এক মিথ্যে গল্প তুমি।

ইন্দুকান্তায় ঝড়া এক বিন্দু চোখের জল তুমি।

স্রোতে ভাসা কোন এক মৃত্তিকার দেহ তুমি !

বংশীতে বেজে ওঠা ভুল কোন এক সুর তুমি।

ক্যানভাসে আঁকা; মিথ্যে কোন এক আচ্ তুমি।

কালো আলোয় মিথ্যে কোন এক ছায়া তুমি।

নীড়হারা পাখির ভুল করা; কোন এক পথ তুমি !

তবুও হাজার শব্দে গড়া আমার এক বাক্য তুমি।