সতত সত্য নিত্য তত্ত্ব :

করিল ব্যাকুল আত্ম মিত্র !

আহা, বুঝিল সখা আত্ম নিমিত্ত ,

দেখিব সখীরও চলনও বৃত্ত ;

নিমিত্ত বাক্য গরলও নৃত্য ।

আহা, মৃগতৃষ্ণায় সখীরও চিত্ত ।

ওজন করিবে সখা,  লিখিবে পত্র !

দেখিবে সখীরও নৃত্য চিত্র ।

সখারও পত্র অর্থ বিচিত্র !

বুঝিল সখী মিত্র পত্র তিক্ত ;

প্রশ্নে সখা চিত্ত বিচিত্র ?