পত্র নং ৩
ডাকযোগ। ঢাকা

সুচিত্রাসু অনন্যা,
তুমি সে এক রাজ কন্যা।

বলে ছিলেম,
ভুবন জগৎ ছাড়িয়া,
তালে তাল হে মিলাইয়া
আর হাতে তে হাত রাখিয়া
নৃত্য করিব ভাসিয়া।

বলে ছিলে,
ওগো বলে ছিলে;
কবে না কথা,
ওগো কবে না কথা
না আসিতে পারিলে।

ওগো তোমাতে রাগ,
কিসে গো পরিবে?
আসিতে পারিলে,
লাজুক নয়ন তোমাতে
কি তখনও থাকিবে।

পত্রতে,
কোন উত্তর নাহি করিলে।

মিত্র পত্র নাহি ভয়ে;
মন জপেছে,
শয়নে স্বপনে তারে লয়ে।

কি করি গো, কি করি
কি উপায়ে?

লিখলেম পত্র দু'এ,

বলছিলেম,
তোমার নাকের ও নথ,
বানাইতে পারিলে আসিবো আনন্দে।

পত্রতে ওগো বলিলে,
মনেতে নিত্য কাঁদে তোমার ছন্দে
নথে কি আর মিলিবে সে আনন্দ ধন্দে।
আসো গো আসো তুমি সে আনন্দে।

আসে গো চোখে জল এ পত্র মিত্র আনন্দে।