আমি তোমারে লয়ে ক'ব কথা,
ঐ চিলে-কোঠায় পাখিরও বাসার।

আমি তোমারে লয়ে ক'ব কথা,
পাখিরও মনে লুকানো ভাষার!

আমি তোমারে লয়ে ক'ব কথা,
পাখিরও প্রিত-গীতেরও ভাষার।

আমি তোমারে লয়ে ক'ব কথা,
পাখিরও মিলনে অব্যক্ত ভাষার!

আমি তোমারে লয়ে ক'ব কথা,
পাখিরও হারানো; কোন এক পথেরও ভাষার।

আমি তোমারে লয়ে ক'ব কথা,
পাখিরও ডানামেলে আকাশময় ভালোবাসার।