রহিব তোমারও অন্তরে;
                         বকুল ফুলেরও বাঁধনে।

রহিব তোমারও খোঁপাতে;
                         বেলি ফুলেরও বাঁধনে।

রহিব তোমারও নয়নে;
                         নতুন স্বপনেরও বাঁধনে।

রহিব তোমারও শাঁখাতে;
                         সাত পাকেরও বাঁধনে।

রহিব তোমারও যতনে;
                        তোমারই প্রেমেরও বাঁধনে।