অপরূপা সুন্দরী প্রিয়া তুমি
বলবো তোমার কিছু কথা,
তুমি যে আমার মন মাঝারে--
জড়িয়ে থাকা স্বর্ণলতা।
অপরূপা প্রিয়া তোমার পদ্ম ফোঁটা চোখ
কতই না মায়াবী প্রিয়া তোমার মুখ,
যখনি তোমায় দেখি এক পলক
ফেরাতে পারিনা চোখ চেয়ে থাকি অপলক।
কোকিলের মতো শব্দ যে তোমার
ভাষার কি মাধুর্যতা!
কতই না অপরূপা সুন্দরী তুমি
আমার প্রাণ পাখি স্বর্ণলতা।
তোমার ভালোবাসার কি গভীরতা
যেন এক অথৈ নীল সাগর
সত্যিই তুমি---
অপরূপা সুন্দরী প্রিয়তমা স্বর্ণলতা।
আচমকা বা জেনে যখনি তোমায় দেখি
পাগল এই মনে সৃষ্টি হয় মুগ্ধতা,
সত্যিই তোমাকে অনেক ভালোবাসি
অপরূপা সুন্দরী প্রিয়তমা স্বর্ণলতা।
কখনো দূরে সরে গেলে--
তোমাকে একটি পলক দেখার জন্য
দুষ্টু মিষ্টি এই মনে কত না আকুলতা
কি করে বুঝাবো তোমায় বলনা-
শুধু একবার ------
অপরূপা সুন্দরী প্রিয়তমা স্বর্ণলতা।
জ্যোৎস্না পড়া ভীরু ঠোঁটে
মৃদু স্বরে মুক্তা ঝড়া হাসি,
অপরূপা সুন্দরী প্রিয়তমা স্বর্ণলতা
সত্যিই খুব ভালোবাসি।
স্বর্ণলতা তোমার চিড়ল বিরলকেশ
যেন সীমাহীন কালো মেঘ কেও হার মানায়
তা দেখে যেন----
ভালোবাসার সৃষ্টি হয় এ মনের আঙিনায়।
কতটুকু ভালোবাসি,কার মতো ভালোবাসি
কি করে বুঝাবো এর গভীরতা
আর বললেই কি তোমায়--
তুমি কি তোমার স্নিগ্ধ কোমল হৃদয় দিয়ে
বোঝার চেষ্টা করবে আমায়।
বুকের বাম পাশে হাত রেখে বলছি
এ জীবন তখনি পাবে পূর্ণতা,
যখন আমার বুকে রাখবে তোমার মাথা
বলবে ভালোবাসার কথা
ও আমার অপরূপা সুন্দরী প্রিয়তমা স্বর্ণলতা।
লেখার সময়:২১শে জুন ২০২০ইং
রাত:১২ টা ২০ মিনিট