সেই কি তুমি
যেকিনা পাগলের মতো ভালোবাসতে আমায়
সেই কি তুমি
যেকিনা এক পলক দেখার জন্য,
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে।
সেই কি তুমি
যেকিনা স্কুলে দেখা না হলে
বাড়িতে ছুটে আসতে।
তবে এখন............
আমাকে এক পলক দেখা মাত্র,
রাস্তা থেকে সরে যাও তুমি।
সেই কি তুমি
যার ভাব দেখে মনে হয়
তার শত্রু আমি।
সে তো তুমি
যাকে প্রথম দিন দেখে
অভিভূত হয়েছিলাম আমি।
সে তো তুমি
যাকে পাগলের মতো ভালোবাসি আমি
সেই তো তুমি
যাকে আমার মন বলত স্পর্শিতা
সেই তো তুমি
যে আমার মনে দূলা দেয় অরণ্যের ফাঁকে
তবে,সেই কি তুমি
যেকিনা জ্যোৎস্না চাঁদের আলোয়
এক ফোটা ঝর্ণার গান।
সে তো তুমি
যাকে,প্রথমত চাই
দ্বিতীয়ত চাই
তৃতীয়ত চাই
শেষ পর্যন্ত তোমাকেই চাই।