বড়'ই ব্যস্ততায়,একাকী ক্লান্তিতে
শুয়ে আছি বাতায়নের পাশে
পশ্চিমের ঘরে,বাবা যেখানে শুয়।
মনের অজান্তে তাকাই বাতায়নে
এমন সময় দেখি-----------
এলোমেলো চুল তার
কাজল কালো আঁখি
যেন এক মায়াবী কন্যার বেশে
এলো পড়শি।
মুখ খানি দেখে তার
তৃপ্তি পায় মন,
যেন চৈত্রের মাটিকে
বৃষ্টি দিয়েছে গগন।
সাদা গোলাপের মতো শরীর তার
মুখে মুক্তা ঝড়া হাসি
চলন দেখে মনে হয়
এ যেন এক উড়ন্ত ময়না পাখি।
অবাক দৃষ্টিতে দেখি শুধু
আর রঙ্গিন স্বপ্নে ভাসি
মন বলে তাকে নাকি ভালোবাসি।
রোজ রাতে স্বপ্নে আসে
দিনে ভাবি ও কে?
মন বলে এতো তোমার পড়শি
কিন্তু,আজো জানতে পরলাম না
কতটুকু ভালোবাসে আমাকে
আমার পড়শি।
লেখার সময়:২৮ শে মার্চ ২০১৯ইং
রাত:০৮টা ২৫ মিনিট