বিস্তৃত চিরসবুজ প্রান্তরে--
             কোনো এক পড়ন্ত বেলায়
  প্রিয় সেই মানুষটির সাথে ঘুরে বেড়াই,
   যখনই তার পা স্পর্শ করল রুহায়
       মনে হলো আসমানের নীল পরী
          তোমার রূপে এসেছে ধরায়।

      সবুজ রুহায় তার ছন্দে চলা চরণ
   পদ্ম ফোঁটা চোখে তার চাহনির কি ধরণ!
            যেন তার চাহনি থেকে চোখ
               সরালে 'ই  অতৃপ্ত মরণ।

          তোমার ভীরু দুটি বাঁকা ঠোঁটে
               যেন পূর্নিমার চাঁদ উঠে,
          হাসলেই মনে হয় ফুঁটে পদ্ম
     অপরূপ এই হাসিতে হয়ে যাই মুগ্ধ।


        মৃদু হাসি আর নম্রস্বরে উচ্চারিত কথা
              কথার পর কথা শুনার জন্য
          পাগল এই মনে কত আকুলতা,
              তোমার  চিকন বিরলকেশ
              যেন কালো মেঘেদের দেশ,
                  চাহনি ফেরাতে পারি না
                 যদি হয়ে যায় বেলা শেষ।

        আজও  নির্জনে বসে ভাবি একেলা
          পেরিয়ে যাচ্ছে কত বর্ণীল বেলা,
      তবুও চিরস্মরণীয় হয়ে রবে সেইদিনের
                      সেই পড়ন্ত বেলা।