প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে
শীতলক্ষ্যার পাড়ে বসে আছি একেলা
সাগরকে পওয়ার জন্য নদী চলেছে বয়ে
প্রকৃতি চিরসবুজ,শস্য শ্যামলা।
বিস্তৃত মাঠ ভরা সরিষার ফুল
মনোমুগ্ধকর বাতাস
কত না সুন্দর লাগে নদীর ওই কূল
উপরে তাকাতেই দেখি-----
বর্ণালী রঙ্গে সেজেছে আকাশ
কবি এ মনে লাগে বসন্তের বাতাস।
চোখ মেলে হঠাৎ তাকাতেই দেখি---
এক অপরুপ মায়াবী কন্যা
সু-উচ্চ তার গড়ন
দুচোখে যেন তার প্রেমের বন্যা
কালো মেঘের ন্যায় তার চুলের ধরণ।
মায়াবী সেই কন্যা হেঁটে চলেছে একেলা
আচমকা জিঞ্জাস করতেই বলল
নাম তার মিথিলা
কিছুক্ষণ কল্পনা হয়ে পাশাপাশি চলল।
রুপালি পায়ে রুপালি পায়েল
কোকিলের মতো সুর
ময়নার মতো মনকারা ভাষা
ইহা কল্পনায় ভাসিয়ে নেয় বহুদূর
যা কবির মনে জন্ম দেয় আশা,ভালোবাসা।
হঠাৎ ঘোর ভাঙতেই দেখি----
নীরবে বসে আছি একেলা
আনমনা ভাবি আর নিজেকে প্রশ্ন করি
কতটুকু ভালোবাসে আমাকে
আমার কল্পনার রাজকন্যা মিথিলা।