তুমি ভালোবাসার অভিনয় করে
চলে গেলে আমায় একা করে
আনমনা অজানা কারণে চোখের জল
ঝর্ণার অশেষ স্রোত ধারার মতো ঝরে।
আমি তোমায় অন্ধের মতো শুধু
হৃদয় উজাড় করে ভালোবেসে গেলাম
বিনিময়ে বুক ফাঁটা কষ্ট আর
চোখের জল'ই পেলাম।
যদি পারতাম --
তোমাকে স্মৃতির এলবাম থেকে সরাতে
তাহলে হয়তো ঘুমাতাম একটি রাত শান্তিতে।
যদি পারতাম --
তোমাকে আমার কল্পনা থেকে সরাতে
তবে,হয়তো নতুন করে স্বপ্ন বুনাতাম-
বর্ণীল সুন্দর স্বপ্ন জীবন সাজাতে।
আমি যদি পারতাম --
তোমাকে আমার ভাবনা থেকে সরাতে
তবে, হয়তো পারতাম নতুন কাউকে পেয়ে-
তোমার শূন্যতা কাটাতে।
যদি পারতাম --
তোমার সেই মায়াভরা মুখটি ভুলতে
তবে, হয়তো পারতাম তোমার মতো
নতুন কাউকে সাথে নিয়ে চলতে।
যদি পারতাম --
তোমাকে অচেনা অতিথির মতো চিরতরে ভুলতে
তাহলে হয়তো পারতাম তৃপ্তি আর শান্তিতে
জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে।
কারণ, পারছি না আর প্রতিদিন ধুকে ধুকে মরতে।
আমি যদি পারতাম!---
হঠাৎ করেই একদিন মরে যেতে
থাকতো না আর অভিমান তার সাথে
আমিও শেষ শান্তির ঘুম দিতাম কবরেতে
সত্যি 'ই যদি পারতাম তোমাকে চিরতরে ভুলে যেতে।