আহ! কি আনন্দ
        এই তো বৃহস্পতিবার এসে গেছে,
              মনের আনন্দে বাড়ি যাব
               যখনি বাড়ির রাস্তা ধরি,
              বন্ধুদের থেকে আলাদা হই
             তখনই আমার সাথী হয় যন্ত্রনা।
          সে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি
                তাই আর ফিরতে চাই না।
              অর্ধেক পথ অতিক্রম করলে
              মন বলে কষ্ট পেতে কেন এলে,
        সামনে প্রিয় মানুষটির স্মৃতির আয়না
           হঠাৎ দেখি দুচোখ ভরে গেছে জলে,
                  আর বাড়ি ফিরতে চাই না।
                    কষ্টের সাথে ধরি বায়না
                মনকে প্রশ্ন করি কেন ফিরব না
     মন বলে তোর প্রিয়া তো করেছে  প্রতারণা
           তাই আাবারও বলি আর ফিরব না।
               যুদ্ধ করে তবুও বাড়ি আসি
                   হয়তো দেখা পাব তার
                   যাকে আমি ভালবাসি
               অথচ আমি ঘৃণার পাত্র যার।
                  ফেলে যাওয়া ঘরে আসি
                     সবার সাথে কথা বলি
                    আর একটু মুচকি হাসি
      কেউতো জানে না আমি চোখের জলে ভাসি।
               দেখাতে চাই না এই মুখ তারে
               যে কিনা ভালবাসে না আমারে
                  তাই আর ফিরতে চাই না।