আমি কিশোর ইয়াসিন মিয়া
          মোদের গ্রামকে পাঁচুয়া কয়
   এই গ্রামে সুন্দর,মনোরম পরিবেশ নিয়া
১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় পাঁচুয়া উচ্চ বিদ্যালয়।
    
প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান ভূঁইয়া
        স্বপ্ন সাজায় শিক্ষার্থীদের নিয়া
      সভাপতি জনাব সুলতান উদ্দিন
শিক্ষার্থীর মঙ্গল কামনায় ভাবে রাত দিন।          

    মার্জিত সুদক্ষ সৃজনশীল শিক্ষক মণ্ডলী
    সহজ ভাষায় শ্রেণীকক্ষে করে আলোচনা
          অন্য সকল স্কুলের সাথে---
   পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের হয়কি তুলনা!

         পড়ালেখা,ক্লাস একশো পার্সেন্ট
             নিয়ম নীতি উর্দি আর্জেন্ট
     পরীক্ষার সব ফলাফল সর্বদাই ভালো
সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সুশিক্ষার আলো।

   শিক্ষার্থী সব একে অপরের বন্ধু হয়ে রয়
        সর্বদা তারা সেথায় ঝাঁপিয়ে পড়ে
      অন্যায় অত্যাচার দুর্নীতি যেথায় হয়
  কত না সুন্দর নীতির শিক্ষা দিয়েছে তাদের
                পাঁচুয়া উচ্চ বিদ্যালয়।

   হঠাৎ দেখবে নানান লোকে নানান কথা কয়
   ছাত্র শিক্ষক অভিভাবক পেয়ো নাকো ভয়
    সদা এগিয়ে সামনে যাবে নদী যেমন বয়
  নিশ্চয় সারা দেশে সুশিক্ষার আলো ছড়াবে
আমাদের প্রাণপ্রিয় এই পাঁচুয়া উচ্চ বিদ্যালয়।