নাগরিক জীবনের যে জ্যাম,
ট্রাফিক জ্যাম!
সময় খায়
রোদ,বৃষ্টি খায়
বকাঝকা খাওয়ায়
চাকরি খোয়ায়
বায়না ধরায়
বায়না পোড়ায়।
মশাল লাঠিয়াল কবিয়াল
কারখানা উড়ায়
কারখানা খায়।
দৃশ্য দিয়ে দেশ হয়
দেশ পুড়লে মানুষ
আর-
মানুষ পুড়ে পৃথিবী।
জীবন বেয়ে নদী
শহরের ভেতর শহর
গোখরা পাতার মত
ক্ষুধার সামনে ভেতরে
জীবন জীবিকা চলে।

তারপর-
চোখ খুলে নতুনে
পোড়ানো পিতা
আবার বেঁচে থাকে
বাঁচতে হয় যে!
রেডিও গান সাইরেন
আমাদের এই ট্রাজেডি,
ট্রাফিক জ্যাম।

তারপর!
তারপর আবার-
চিকনা শইল্লে রক্ত কালা আসমান হয় ক্ষয়
মোটা শইল্লে খুপরী মিহিমেলা  ঠান্ডা বয়
অতিষ্ঠ হয়!
অতিষ্ঠ হয়!
সবাই অতিষ্ঠ হয়!
কিন্তু! আমার মনের মধ্যে
যে জ্যাম
জ্যামের দ্বৈরথ
তা কেবল আমাকে অতিষ্ঠই করে না
আমাকে-
মেরে ফেলে!