ভালোবাসতে বাসতে
একটুকরো জল বোধহয় সুখের!

ছবির মানুষ
কবির মানুষ
অমানুষ হলেও ভালোবাসায় সে মানুষ।
অনাবৃত শরীরইতো আদি
সেখানেই জীবনের পরিচয় -বিলীন কিংবা আসীন।
আহ! যেমন নদী
আকাশের মুখ
কারখানায় কাজের হিড়িক
আনমনা বৃষ্টি
ধুলোপড়া কুয়াশা
হতভম্ব চোখ
অবুঝ মেয়ের
সবুজ ব্যথা
মাঠ পেরিয়ে মাঠ
সবকিছুইতো অনাবৃত সুন্দর।

নিরেট পাথর কিংবা ফুল
প্যাকেটিং-এ বড্ড বেমানান
শরষে ফুলের মত
বাহির থেকে ভেতরটা দেখা যায় না!
লজ্জা উপঢৌকন
এসব কেবল হিসেবের গরমিল
আমিত্বকে আমাদের করার
যেন এক গণতান্ত্রিক বাহানা।

ভালোবাসা নৈর্ব্যক্তিক হলেও
সেই মন্ময় স্বতঃস্ফূর্ত রূপায়ণে
ছুঁয়ে দেখি
অনুভবে
অনুগ্রহে
অনুরাগে
ভালোবাসি
এ যে অনেক বেশি!!