এ বেলায় দাঁড়িয়ে,তোমায় নিয়ে ও বেলার এক
স্বপ্ন দেখছি...,ভোরের স্বপ্ন!
বসন্তের কোন এক কাক ডাকা ভোরে
তোমায় নিয়ে বের হবো,ভোরের ঢাকা দেখতে।
খুব ভোরের ঢাকা'টা অদ্ভুত সুন্দর, চারিদিকে মিষ্টি মিহি আলোর ছড়াছড়ি।
সাথে শিউলি ফুলের তাজা ঘ্রাণ!
কাঁধ ব্যাগে, সঙ্গে নেব মিনি থার্মোপ্লাক্স ভর্তি কফি
দুটো ডিসপোজেবল গ্লাস,
পুরনো খবরে কাগজ, আর মিনারেল ওয়াটার।
রাস্তার কোন এক পাশে পুরনো খবরের কাগজে বসে দু'জন কফি খাবো-
আর গান শুনবো,অর্ণবের গান।
এরপর আমাদের গন্তব্য হবে পুরান ঢাকায়
অবশ্যই রিকশায় করে!
সেখানে পৌঁছে,ক্যাফে কর্নার থেকে
সকালের নাস্তাটা সেরে ফেলব।
ডুবো তেলে ভাঁজা গরম পরটা,ডাল ভাঁজি আর
মামলেট ডিম।
পরিশেষে 'চা'মেনু তে থাকতেই হবে।
তারপর চলে যাবো বুড়ি গঙ্গা নদীর তীরে
উদ্দেশ্য-
সকালের মিষ্টি মৃদু আলোয় নৌকা ভ্রমণ।
নৌকো র মাঝি হবো আমি!
নদীর হিম শীতল হাওয়া মৃদু ভাবে যখন ছুঁয়ে যাবে তোমার চুল। তারা ওড়াওড়ি করবে
আনন্দে নেচে উঠবে।
আর আমি মুগ্ধ চোখে তাদের নাচের
মহা উৎসব দেখব!
জলের নৌকো বিছানায়
হঠাৎ এসে বসব তোমার পাশে।
সূর্যকে ইশারায় বলব-
সূর্যকিরণ দিতে তোমার কপালে!
ঢেউয়ের তালে নৌকা যখন দুলে উঠবে,
তোমায় জরিয়ে ধরবো ইচ্ছে করেই!
হাতে হাত রেখে বলবো-বাঁচতে ইচ্ছে হয় তোমায় নিয়ে অনন্তকাল।
চলবে কি আমার সাথে ভালোবেসে
পায়ে পা ফেলে.?