#সমসাময়িক_বিষয়!

চলছে বর্ষা উল্লাসে এলো প্লাবন
চারিদিকে তাই অথৈয় জলের দরিয়ার চরন।
প্রথম কথাটি তেমন;
হাতি নাচে ঘোরা নাচে উল্লাসে মাছি ভন ভন করে!

উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল
ঘর ছাড়া মানব;
সর্বনাশা প্লাবন এর একমাএ কারন!

ভাসিয়ে নিয়ে যাচ্ছে আশ্রয় স্থল
ঠেকাবার সাধ্য নাই,
চোখের সামনেই গিলে খাচ্ছে,
সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড!

মরা নদী আজ ফিরে পেয়েছে হারানো যৌবন
ক্রোমেই বেড়ে যাচ্ছে আগ্রাসন
শুনছে না তাই কারও বারণ!
গতকাল চাঁদপুরে নুইয়ে দিয়েছে;
সদ্য হওয়া খোকনদের পড়ার নতুন ভবন!

নিবারণ দেহের ছোট্ট খোকন আজ উদ্বিগ্ন ভীষন
ছিলো তার স্বপ্ন..ঈদের নতুন জামা পরে
যাবে সে স্কুলের নতুন বিল্ডিংয়ে!
নদীর প্রবল হিংস্র থাবায় এ যে এখন কেবলই স্বপন।

কৃষকের মাথায় হাত
বন্যা গিলে খেল তার অবারিত ফসলের মাঠ!
জেলেদের তো মহা সর্বনাশ;
ভেসে গেছে তাদের লক্ষ টাকার মাছ!

চোখে মুখে মানুষের হাহাকার কোথায় যাবে
কোন মতে মাথা গুঁজেছে;
সরকারের বানানো ভবন সাইক্লোন সেন্টারে।

পানি তো ভাসিয়ে নিয়ে গেল শেষ সম্বল।
কবে আসবে এান;
চিবিয়ে খেয়ে মেঠাবো তৃষ্ণা বাঁচাব প্রান!